ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আহবায়ক মো: হাবিবুল ইসলাম বাবলুকে মারপিট ও হামলার ঘটনায় মামলা দয়ের করা হয়। মঙ্গলবার ১৩ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে শীবগঞ্জ চৌরাস্তা রাজ্জাক সুপার মার্কেটের সামনে মামলার বাদী মো: হাবিবুল ইসলাম বাবলু আসার পর একদল দুবৃত্ত ৫ লাখ টাকা চাঁদার দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃতরা হলেন — ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালি গ্রামের মৃত আ: কাদেরের ছেলে মো: শামসুল হক (৫৮), তার ২ ছেলে মো: রাকিব ও আনোয়ার।
মামলায় অন্যান্য আসামীরা হলেন একই গ্রামের আকিম উদ্দিনের ছেলে মো: ইউনুস (৩৮), মৃত দবির উদ্দীনের ছেলে মো: বেলাল (৪২), মো: আলম (৫০), মো: টেপু (৩৫), শামসুল হকের ছেলে মারুফ (২০), ইউনুসের ছেলে মো: রাজু (২৪), আলমের ছেলে মো: আরিফ (২৬), জলিলের ছেলে মো: আবু (২৮), আকিম উদ্দীনের ছেলে মো: শরিফুল ইসলাম (৪২), মো: দবির উদ্দীনের ছেলে মো: শাহজাহান (৩০), শামসুল হকের ছেলে পেন্টু (২৩), এনামুল হকের ছেলে মো: রাসেল ইসলাম (২৮) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।