টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট-বলে দারুণ ভূমিকা রেখেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি মিলেছে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। 

মিরাজের রেটিং এখন ২৮৪। ৪১৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৮৩ রেটিং নিয়ে মিরাজের পরই তিনে রবিচন্দ্রন অশ্বিনের অবস্থান।

সিরিজের প্রথম টেস্টে মোট ৪ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতেও খেলেছেন ২৩ ও ৪৫ রানের দুটি ইনিংস। হেরে যাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ইনিংস ছিল তারই। সমতা ফেরানো দ্বিতীয় টেস্ট জয়ে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট। তবে ব্যাট হাতে ৩৬ ও ৪২ রানের দুটি ইনিংসে অবদান রাখেন তিনি।   

এদিকে, টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। এতদিন রাজত্ব করছিলেন জো রুট। তার সিংহাসন কেড়ে নিয়েছেন তারই সতীর্থ হ্যারি ব্রুক। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এবারই প্রথম শীর্ষে বসেছেন ব্রুক। 

You may have missed