ঝিনাইদহে সাইবার দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের ব্যবসায়ী সাঈদ হাসান মনিরুল।
সেসময় অভিযোগ করা হয়, ফেসবুকে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তদের ক্রমাগত মিথ্যাচারে একটি অভিজাত ও সম্মানী পরিবার ওষ্ঠাগত হয়ে উঠেছে। সাইবার দুর্বৃত্তদের দাবীকৃত চাঁদার অর্থ প্রদান না করায় ফেসবুকে ফেক আইডি খুলে মাদক ব্যবসার মতো অনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করে সম্মানী পরিবারের বিরুদ্ধে প্রপাগন্ডা চালানো হয়েছে। সাইবার দুর্বৃত্ত জনৈক সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিদ কাওসাকে গ্রেফতার করে শাস্তির দাবী সংবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। একই সাথে এই দুর্র্বত্তদের পেছনে যারা আছে তাদেরও আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

You may have missed