ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধান ২ ঃ
সারা দেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।
সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন  ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।
এদিকে সকাল ১০ টায় ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজনে উজির আলী স্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যলিটি বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুন, প্লাকার্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সরকারি কেশবচন্দ্র কলেজ, সরকারি নুরুনাহার মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামিলা খাতুন বালিকা বিদ্যালয়, সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ, খড়িখালী মায়াময় বালিকা বিদ্যালয়, তেঁতুলতলা এম. কে মাধ্যমিক বিদ্যালয়সহ ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।
অপরদিকে ঝিনাইদহে ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি অ্যাসেসিয়েশনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি অ্যাসেসিয়েশনের উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম, হুমাউন ফরিদ টুকু, সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি পিন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়ায়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, কোষাধ্যক্ষ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।