ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, মহারাজপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান ও গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন।
স্বজনরা জানায়, মাঠে ধান গোছানোর কাজ করছিলেন ওলিয়ার রহমান। সেসময় হঠাৎ বজ্রপাত হয়। পরে দীর্ঘসময় বাড়ি না ফিরলে স্বজনরা খোজাখুজি শুরু করে। পরে মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে মরিচের জমিতে নিড়ানির কাজ করছিলেন মিরাজুল সহ কয়েকজন কৃষক। এক পর্যায়ে বজ্রপাত হলে জমিতে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায় সে। পরে ঘটনাস্থলে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন খুরশিদ আলম মিয়া বলেন, আমার ইউনিয়নের ভবানিপুর গ্রামের ওলিয়ার রহমান মাঠে ধানের কাজ করছিলো। এমন সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আমি শুনার সাথে সাথে হাসপাতালে ছুটে আসি। পুলিশের সাথে কথা বলে মৃতদেহ নিয়ে যাবার ব্যবস্থা করছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বজ্রপাতে মৃত্যুর কারণে আইনিপ্রকৃয়ার মাধ্যমে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।