ঝিনাইদহের বিষয়খালীতে ডে-লাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

মোঃ আবু সাইদ শওকত আলী,
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে ১৯৬৯ থেকে ২০২৫ এর এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে একাদশ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা।

বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ১৯৬৯ থেকে ২০২৫ এর এসএসসি ব্যাচের প্রাক্তন পাশকৃত ছাত্রদের সহযোগিতায় ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন করা হয়েছে। 

আয়োজক কমিটির সভাপতি বিল্লাল হোসেন জানান, প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ ঈদ পূর্ণমিলনী ও ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৪ অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে খেলাটি চলছে যা গভীর রাত পর্যন্ত চলবে বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে। এলাকার হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করছে। তবে সকলের নজর থাকছে ৯৮ ব্যাচের দিকে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ঈদের পরদিন ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর আয়োজনের মধ্যে দিয়ে অত্র এলাকার মানুষের বাড়তি ঈদ আনন্দ উপভোগ করার একটা সুযোগ সৃষ্টি করেছিলো। তাই এবার এলাকার হাজার হাজার মানুষ এই খেলাটি উপভোগ করছে। চতুর্থ বারের মতো বিষয়খালী অঞ্চলে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৪ অনুষ্ঠিত হচ্ছে। আর তাই তো অত্র এলাকার মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলা উপভোগ করতে দেখা গেছে।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, এমন ধরনের আয়োজন হওয়ায় ঈদের দিনের থেকে আজকের দিনে বেশি আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে বিষয়খালী অঞ্চলের মানুষের মাঝে।সব থেকে বেশি ভালো লাগছে এলাকার তরুণ যুবকেরা মোটরসাইকেল রেসিং বাদ দিয়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে।

সেটা আমি নিজেই বুঝতে পারছি যা আমার কাছেও খুব ভালো লাগছে। এমন ধরনের খেলা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সাথে আমার পক্ষ থেকে বিগত বছরগুলোতে আর্থিক সহযোগিতা করেছি।এবারেও সবধরনের সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এধরণের আয়োজন করাই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়। এ আয়োজনে আমার সকল প্রকার সহযোগিতা থাকবে।