ঝালকাঠির প্রবীণ শিক্ষক ও বিএনপি নেতা আবদুল বারেক হাওলাদার ইন্তেকাল করেছেন

ঝালকাঠি প্রতিনিধি ॥

ঝালকাঠি লঞ্চঘাট এলাকা মর বাসিন্দা ঝালকাঠির কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) এর যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আবদুল বারেক হাওলাদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে ঝালকাঠি জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। জেলা বিএনপি, জিনাফ নেতৃবৃন্দ, কে এ খান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।