জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজল আহমেদ
জৈন্তাপুর উপজেলার উপহার সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সংগঠক মাওলানা ইমাদ উদ্দিন।
সভাটি সঞ্চালনা করেন সামসুল ইসলাম এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ইমাদউদ্দিন আহমদ ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলা সংগঠক জনাব ফয়সল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সংগঠক ইঞ্জিনিয়ার কামরুল আরিফ,মুস্তাকিন আহমদ মুস্তাক,জুবায়ের আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় দলীয় কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ফয়সল আহমদ বলেন:
“জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী একদল শিক্ষিত, সচেতন নাগরিকদের প্ল্যাটফর্ম। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়।
আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন কৃষক প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, একজন রিকশাচালক রাষ্ট্রপতি হওয়ার কল্পনা করবে, এবং সাধারণ জনগণও মন্ত্রী হওয়ার সাহস পাবে।
আমরা বিশ্বাস করি—রাজনীতি হবে জনগণের, জনগণের অংশগ্রহণে, এবং জনগণের স্বার্থে।
ফ্যাসিবাদের কোনো জায়গা এই দেশে যেন আর কখনো না হয়—এটাই আমাদের অঙ্গীকার। এই পথচলায় আপনাদের সহযোগিতা চাই। আপনারা পাশে থাকলে আমরা সবার অংশগ্রহণে একটি নতুন, মানবিক, এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে পারব।”