জেলা যুবলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মো : আ‌মিরুল ইসলাম বাবু, খুলনা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের সাচিবুনিয়া সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১২টায় স্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচীতে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠের সভাপতি অরিন্দম গোলদার, স্কুলের প্রধান শিক্ষক মানস রায়, সহকারী প্রধান শিক্ষক অসীম মন্ডল, সহকারী শিক্ষক জপেস রায়, প্রাঞ্জল মন্ডল, কমলেশ কুন্ডু ও মো. তাহিন শেখ, যুবলীগ নেতা এস এ মুশফিকুর রহমান সাগর, মোল্লা কামরুল ইসলাম, অনুপম বিশ্বাস, জিএম মিলন গোলদার, মোঃ তরিকুল ইসলাম সুমন, শেখ রেজাউল করিম রেজা, মারফুজ্জামান ড্যানি, ফরিদ আহমেদ, শিকদার মোঃ রনি, সুরজিৎ মন্ডল, আমিনুল ইসলাম শাওন প্রমূখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় সাড়ে ৫শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।