জামালপুরে ৯নং ওয়ার্ড শ্রমিক দলের নেতা বিলাশ বহিষ্কার
মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি:-
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ৯ নং ওয়ার্ড পূর্ব শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ জাবেদ বিলাশকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ
তথ্য জানা যায়। একই সাথে তাকে ৯নং ওয়ার্ড (পূর্ব ) বিএনপির সভাপতি মো. সমর উদ্দিন মোল-াহ ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতেও ওয়ার্ড বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক পদ থেকেও বহিস্কার করা হয়। দুটি প্রেস বিজ্ঞপ্তিতেই উলে-খ রয়েছে, বিএনপি ও শ্রমিকদল নেতা ইমতিয়াজ জাবেদ বিলাশকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে
দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। জানা গেছে, ইমতিয়াজ জাবেদ বিলাশের পিতা বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শহর শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম (বাচ্চু) ও বড় ভাই পতিত সরকারের আমলে জামালপুর জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পো শ্রমিক
ইউনিয়নের সহ-সভাপতি ও যুবলীগ নেতা মো. পারভেজ এবং ছোট ভাই ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ মনি। আওয়ামী পরিবারের সন্তান ইমতিয়াজ জাবেদ বিলাশ আতাতের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন জামালপুর শহর শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও
ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদকের পদ। এ নিয়ে স্থানীয় বিএনপি পরিবারের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। বিলাশ আওয়ামী সরকার পতনের পর থেকেই বিভিন্ন সময় স্থানীয় ভাবে নারী কেলেঙ্কারিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েন। এ ব্যপারে জানতে ইমতিয়াজ জাবেদ
বিলাশকে মোবাইল ফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।