জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন সিলেটের সন্তান মাহবুবুর রহমান (তাসলিম)

বিশেষ প্রতিনিধি : ১৭ মে ২০২৫ ইং. রোজ: শনিবার রাত ১১ গঠিকার সময় প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
সিলেট এর কৃতি সন্তান মাহবুবুর রহমান (তাসলিম) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও সামাজিক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকা মো. মাহবুবুর রহমান (তাসলিম) এখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। তাঁর এই অগ্রযাত্রায় অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জাতীয় যুবশক্তির কমিটিতে সংগঠকের দায়িত্ব পেয়েছেন সিলেটের আলী হুসেন ও শাহরিয়ার ইসলাম সানি ।