জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

IMG-20250908-WA0034

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজের শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল করে অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফাহিম হোসেন, এনামুল হোসেন, মেহেদী হাসান, তন্ময় বিশ্বাস, আলামিন হোসেন, সৌরভ হোসেন, তামান্না আক্তার, মিম খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আগে নির্ধারিত ফি-এর বাইরে এ বছর অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বড় সংকট তৈরি করেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিশুক হাসান বলেন, আমরা সাধারণ পরিবার থেকে পড়াশোনা করি। অযৌক্তিক ফি বৃদ্ধির কারণে আমাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়ছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ২১ আগস্ট প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ফরমপূরণের জন্য অন্যায়ভাবে ফি বৃদ্ধি করা হয়েছে। এতে বহু শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে পড়েছে। তারা এ সিদ্ধান্তকে জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৪ দফা দাবি উত্থাপন করেন
১. ফরম ফিলাপ ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
২. অযৌক্তিক অতিরিক্ত বোর্ড ফি আদায় বন্ধ করা।
৩. নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যুক্তিসঙ্গত ফি নির্ধারণ।
৪. ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি ব্যবস্থা নিশ্চিত করা।

স্মারকলিপিতে ঝিনাইদহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, বাংলা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বাক্ষর করেন।