জয় হলো নার্সিং ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীদের, অধ্যক্ষ খুকু বিশ্বাসের পদত্যাগ

রিফাত আরেফিন
যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুকু বিশ্বাস পদত্যাগ করেছেন। রোববার সকাল ৯ টা থেকে অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। একপর্যায় বাধ্য হয়ে দুপুর ২ টা ১৫ মিনিটে অধ্যক্ষ খুকু বিশ্বাস পদত্যাগ করেন।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, একজন স্টুডেন্টের বাবা মারা গেছেন, ইনচার্জের কাছে ছুটি চাইতে গেলে বলেন, ‘মাটি দিয়ে দিতে বলো, দুই দিন পর কলেজ বন্ধ হবে, তখন বাসায় যাবে’। একজন প্রতিষ্ঠান প্রধান কীভাবে এমন কথা বলেন। চতুর্থ শ্রেণির কর্মচারী আশিষ মায়ের বয়সী আঞ্জুমান খালার সঙ্গে অশ্লীল আচরণ করে। আমরা লিখিত অভিযোগ দিয়ে শাস্তি দাবি করলে ইনচার্জ তার পক্ষ নিয়ে আমাদের উল্টো হুমকি দেন। অভিযুক্ত আশিষ রাত্রিকালীন ডিউটি চলাকালে মাদক সেবন এবং নানা অপকর্মে যুক্ত থাকে। বিষয়টি জানতে পেরে হোস্টেলের মেয়েরা লিখিত অভিযোগ দিলেও ইনচার্জ তার ক্ষমতাবলে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

তারা জানান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে ইনচার্জের রুমে ডেকে হেনস্তা করা হতো। ভাইভা ও ফরমেটিভ মার্ক কম দেবে এমন ভয়ভীতি দেখিয়ে সব ম্যামরা শিক্ষার্থীদের দমিয়ে রাখতেন। ঘোষিত ছুটির একদিন পর কলেজে গেলে ছাত্রত্ব বাতিলসহ অভিভাবকের ডেকে অপমান অপদস্থ করা হতো। হোস্টেলের মেয়েদের সঙ্গে অশ্লীল ব্যবহার করা হতো।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা ইনচার্জের রুমে ঢুকে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনি এবং ইনচার্জের সঙ্গে কথা বলি। আমাদের উপস্থিতিতে ইনচার্জ মহাপরিচালকের সঙ্গে কথা বলে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। কলেজের একজন শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন।

অধ্যক্ষ খুকু বিশ্বাস জানান, তিনি কোনো অনিয়মের সাথে জড়িত নন। তাকে চক্রান্ত করে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

You may have missed