জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে বিশেষজ্ঞ হিসেবে জাপানের যাচ্ছেন কেন্দুয়ার নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার


………………….
:লুৎফুর রহমান হৃদয়, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোঃ

আগামী ১৯ থেকে ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জাপানের ওসাকা শহরে অনুষ্ঠেয় “International Conference on the Advances in Public Health” এ নিজের গবেষণা উপস্থাপণের জন্য জাপান যাচ্ছেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার। জাপানের সম্পূর্ণ অর্থায়নে সফল এ গবেষককে আমন্ত্রণ জানানো হয়েছে বান্দরবান জেলার উপজাতী তরুণীদের পানির সংকটের সময়ে মাসিক চলাকালে তাদের পানির অভাব কিভাবে তাদের মাসিকজনিত পরিচ্ছন্নতায় ঘাড়তি দেখা দেয় এবং এ সংক্রান্ত স্বাস্থ্য ঝুকির উপর ইউউএনও ও কারিতাস বাংলাদেশ কর্তৃক পরিচালিত গবেষণা সম্পর্কে আলোচনা করার জন্য।
ইউএনও জনাব ইমদাদুল হক তালুকদারের আন্তর্জাতিক প্লাটফর্মে যোগদান নতুন নয়৷ তার এক যুগের গবেষণা ক্যারিয়ার জীবনে তিনি অস্ট্রেলিয়া, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, স্পেন, ভিয়েতনাম, তুরস্ক, ইন্ডিয়া সহ নানা দেশে প্রায়ই আমন্ত্রণে যান কনফারেন্স ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়ার জন্য যা বিশ্ব দরবারে বাংলাদেশী তরুণ এ গবেষকের কর্মকে ও দেশকে পরিচয় করায় সারা পৃথিবীর গবেষক, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারসহ আন্তর্জাতিক মহলে৷
সরকারি চাকুরীর পাশাপাশি তিনি দেশের

কেন্দুয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকবে ইউএনও, মদন। ২৬ তারিখ ফিরবেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার।