চোরাই মদ পানে দুইজন যুবকের মৃত্যু

মো:ওমর ফারুক রকি
চট্টগ্রাম,সীতাকুণ্ড (প্রতিনিধি)

চট্টগ্রাম সীতাকুণ্ড বাড়বকুণ্ড এলাকায় মদ পানে দুই যুবকের মৃত্যু। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এলাকার মানুষের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী বলেন তারা দুজনই একসাথে পাহাড়ি তৈরী বাংলা মদ সেবন করেছিল। মঙ্গলবার, রাত দশটার দিকে বাড়বকুন্ডু (পাহাড়ের তৈরি বাংলা মদ) পান করে। মদপান,শেষে আবুল বাশার ও জাহাঙ্গীর নিজ নিজ বাড়িতে ফিরে গিয়ে মাতলামি শুরু করেন। বুধবার,সকালে তাদের সাড়া মেলেনি।
পরে,স্থানীয় এক চিকিৎসক এসে তাদের মৃত ঘোষণা করে। সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন মদপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
মদপানে মৃত দুই ব্যক্তি হলেন আবুল বাশার (৪৪) ও জাহাঙ্গীর আলম (৪৭)। উপজেলা বাড়বকুন্ডু ইউনিয়নের চৌধুরীপাড়া ও দিঘীরনাম এলাকার বাসিন্দা।

You may have missed