চুয়াডাঙ্গায় ভারত থেকে ফেরত এলো ১২ বাংলাদেশি

সংবাদদাতা : এস এম রেদোয়ান, বিশেষ প্রতিনিধি (চুয়াডাঙ্গা অফিস)
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আবারও ফেরত এল ১২ বাংলাদেশি নাগরিক। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের মেইন পিলার-৭৬ এ অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরেন্দার সিং উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, এসব বাংলাদেশি বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন।
কিন্তু প্রশ্ন হলো—
👉 কেন মানুষ নিজের দেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে যায়?
👉 দারিদ্র্য, কর্মসংস্থান সংকট আর নিরাপদ জীবিকার অভাব কি তাদের বাধ্য করছে এমন ঝুঁকি নিতে?
👉 সীমান্তের এই অবৈধ অনুপ্রবেশ থামাতে কেবল ফেরত পাঠানোই যথেষ্ট, নাকি দরকার ভেতরের সমস্যার সমাধান?
বিশ্লেষকদের মতে, সীমান্ত পেরোনো প্রতিটি মানুষ আসলে রাষ্ট্রের কাছে একেকটা হতাশার প্রতিচ্ছবি। তাদের ঠেকাতে শুধু কাঁটাতার বা বাহিনীর টহল নয়, প্রয়োজন দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপত্তাহীন জীবনের অবসান।
অন্যথায় সীমান্তে এরকম ফেরত আসা মানুষের মিছিল থামবে না—আজ ১২ জন, কাল হয়তো আরও বেশি।