চিত্রশিল্পী এম সালেহ ইরানের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

চিত্রশিল্পী এম সালেহ ইরানের পিতার মৃত্যুতে            আমরা গভীরভাবে শোকাহত 

খুলনা আর্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী কে এম সালেহ ইরান বর্তমানে ঢাকায় চাকরি করেন।তার পিতা কে এম সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মহল্লার সবার সাথে সুসম্পর্ক রেখে চলতেন।তিনি ২৭ডিসেম্বর রাত ১২:৫মিনিটে বড় ছেলের বাসায় ঢাকা বসে মায়ার বন্ধন ছিন্ন করে চির বিদায় নেয়।মৃত্যু কালীন সময় তার বয়স ছিলো ৬৯বছর ২মাস ১৮দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর আগে বলে যান যেন তার মৃত্যু হলে তাকে বসুপাড়া কবর খানায় যেন দাফন করা হয় তাই বড় ছেলে কে এম সালেহ ইরান ঢাকা থেকে ভোর ৬টার দিকে খুলনার বাসায় নিয়ে আসেন।৭৬,হাজী ইসমাইল রোড,বানরগাতী,সোনাডাঙ্গা,খুলনা।এলাকার প্রিয়জনরা মৃত্যুর খবর পেয়ে শেষ দেখা দেখে যান। সকাল ১০টায় জানাজা দিয়ে ১১টায় তার বলে যাওয়া কথা মতো বসুপাড়া কবরখানায় দাফন করেন।

মৃত্যুর খবর পেয়ে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ছুটে যায় এবং পরিবারের সবার সাথে কথা বলে গভীরভাবে শোক প্রকাশ করেন। এবং বলেন আপনারা শোকাহত পরিবারের সকলের জন্য শুভ কামনা করবেন।রেখে যাওয়া ছেলে মেয়ে যেন সুন্দর ভাবে জীবনযাপন করে বাকিটা জীবন সুন্দর ভাবে কাটাতে পারেন এমন শুভকামনা করবেন।

       শোকবার্তায়

চিত্রশিল্পী মিলন বিশ্বাস

  প্রতিষ্ঠাতা পরিচালক 

খুলনা আর্ট একাডেমি