চর শৌলমারী ইউনিয়নের সোনাপুরে নদীভাঙনের হুমকিতে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান — দ্রুত ব্যবস্থা প্রয়োজন

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ ১৮মে-২৫

টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর এলাকায় নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর উচ্চ বিদ্যালয় এবং নামাজের চর কলেজ ভয়াবহ নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নদীর ধারেকাছে হওয়ায় অল্প সময়ের মধ্যেই বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে কুড়িগ্রাম জেলা সম্মানিত আহ্বায়ক সদস্য জনাব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক কাকা এবং সদস্যসচিব মুস্তাফিজুর রহমান রঞ্জু ভাইসহ স্থানীয় নেতৃবৃন্দ সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন এবং দ্রুত নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাই—অবিলম্বে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণ করে এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো এলাকা রক্ষা করা হোক।