চরবস্তিতে বাংলাদেশ গাউছিয়া কমিটি উদ্যোগে কোরআন তিলাওয়াত ও হামদ-নাত শানে মোস্তফা অনুষ্ঠিত
আহমদ রেজা, চট্টগ্রাম ব্যুরো চীফঃ
রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব পর ৪১ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা চরবস্তি কতৃক আয়োজিত গাউছিয়া কমিটির বাংলাদেশের উদ্যোগে বর্তমান পরিস্থিতি অপসংস্কৃতি প্রতিরোধ ও সাংস্কৃতিক বিষয় আয়োজনে মেহমানে মিলাদ কিয়াম,হামদ-নাত ও নাতে মোস্তফা সাল্লাহু আলাহি ওসাল্লাম অনুষ্ঠিত করেন।
বাদ এশার হতে আমন্ত্রিত মেহমানের ইসলামী আলোচনা ও ইসলাম ও সুন্নীয়াতের বয়ানে তক্করির পেশ করেন।
এর আগে সকলের মধ্যে অপসংস্কৃতি বিষয়ের উপর আলোচনা করে সুশীল সমাজের সংস্কৃতি প্রতিষ্ঠায় আহ্বান জানায় আলোচনা করেন।দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের চরবস্তি আয়োজনে গাউছিয়া কমিটি বাংলাদেশ এর পক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মাহলফিলে আমন্ত্রিত শিল্পীবৃন্দ
তারেক রেজা,নুরুল মোস্তফা, ইকবাল হোসাইন, মাসুদ রেজা, মহিউদ্দিন তানভীর,নুর সাজ্জাদ, আরিফুল ইসলাম,আমিরুজ্জামান কাদেরি,নুরশেদ রেজা,শেখ ত্বহা,আশরাফুল হাসান,মিহাজ সাক্বিবি,শাহাদাৎ ইমন,আহসান হাবীব,আনোয়ারী হোসেন। তাদের উপস্থিতি মিলাদ মাহফিল নাতে মোস্তফা অনুষ্ঠিত সমাপ্তির করে।