চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ ঐক্যবদ্ধ নেতাদের জয়, বিচার কার্য সম্পন্ন না হওয়া পযর্ন্ত আওয়ামীলীগ নিষিদ্ধ

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- একের পর এক ইতিহাস সৃষ্টি করছে চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও উক্ত রাজনৈতিক সংগঠনের জোটবদ্ধ দলগুলো। তাদের কঠোর আন্দোলনে তৎকালীন আওয়ামীলীগ সরকারের দূর্নীতিবাজরা দেশ থেকে পলায়ন করলেও আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে তারা ছিলেন অনড় অটল। প্রচণ্ড গরম উপেক্ষা করে দীর্ঘ দু’দিন প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন যমুনায় এবং শাহবাগে অবস্থান – বিক্ষোভের বদৌলতে অন্তর্বর্তীকালীন সরকার রাতে পরামর্শক্রমে বিচার কার্য সম্পন্ন না হওয়া পযর্ন্ত আওয়ামীলীগ নিষিদ্ধ করার কথা ঘোষণা দেন। চিরতরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি এখন রাজনৈতিক সংগঠনগুলোর। অপরদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চব্বিশের আন্দোলনের সাথে সম্পৃক্ততা নেই কথা বলায় ও আওয়ামীলীগকে নিরাপত্তা দেয়ার কথা বলায় নিজ দলের নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। চব্বিশের আন্দোলনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামীলীগকে বিচার কার্য সম্পন্ন না হওয়া পযর্ন্ত নিষিদ্ধের ঘোষণার পর মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নিষিদ্ধের জন্য প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন জানালে নেতা কর্মীদের ক্ষোভ দূর হয় বলে জানা গেছে।