চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫১টি মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

Screenshot_2025_0529_002721

চট্টগ্রাম বিভাগীয় প্রধান আহমদ রেজা

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫১টি মোবাইল উদ্ধার ও পুলিশ সুপার কর্তৃক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

জননিরাপত্তা ও জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে অহর্নিশ কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকার মোবাইল হারানো জিডি পর্যালোচনা করে ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা হতে ৫১টি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রাউজান থানার ১৩ টি, লোহাগাড়া থানার ৭টি, রাঙ্গুনীয়া থানার ৯টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনীয়া থানার ৭টি এবং জোরারগঞ্জ থানার ৭টি মোবাইল ফোন রয়েছে। প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোবাইল ফোন গুলো উদ্ধার করতে গিয়ে জানা যায়, অনেকেই অনলাইন প্লাটফর্মে বিভিন্ন ওয়েব সাইট, ফেসবুক পেজ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয়ে ভুয়া আইএমইআই নম্বর লেখা রশিদসহ মোবাইল ফোনগুলো ক্রয় করেছেন। এক্ষেত্রে নির্দিষ্ট অফিসিয়াল শো-রুম অথবা ভেরিফাইড মোবাইল মার্কেট থেকে মোবাইল ফোন ক্রয় করা যেতে পারে এবং পুরাতন মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার এনআইডি, মোবাইল ফোনের বক্স, ক্রয় রশিদ এবং আইএমইআই যাচাই করে ক্রয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ থানায় জিডি করবেন। কারন অপরাধিরা হারিয়ে যাওয়া মোবাইল দিয়ে যে কোনো অপরাধ করলে তার দায়-দায়িত্ব মোবাইলের প্রকৃত মালিকের উপর বর্তাবে। এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার, ক্রয়-বিক্রয় ও হস্তান্তরের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে।