গোয়াইনঘাটে ১৯, ৩৯,০০০ (ঊনিশ লক্ষ, ঊনচল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার ১

রুবেল আহমেদ, সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে ০৫ সেপ্টেম্বর সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ভারত সীমান্ত মেইন পিলার ১২৬৩ হতে ২০০ গজ বাংলাদেশের অভ‍্যন্তরে মুসলিমপাড়া নামক স্থান হতে মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৮) কে BGB নায়েব সুবেদার হারুন-অর-রশিদ এর নের্তৃত্বে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। জানা যায় মোঃ জয়নাল আবেদীনের বাড়ি ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামে।
এসময় তার সাথে থাকা নগদ ১৯,৩৯,০০০ (উনিশ লক্ষ উনচল্লিশ হাজার) বাংলাদেশী টাকা পাওয়া যায়। অদ‍্য অবৈধপথে ভারতে প্রবেশের সময় বিজিবির নিকট আটক হন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার
ইনচার্জ শাহ মো: হারুন অর রশীদ বলেন গ্রেফতারকৃত ব‍্যাক্তি ও টাকার মূল রহস্য উদঘাটনসহ পরবর্তী আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন। “সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে গোয়াইনঘাট থানায় অপরাধ দমন, আসামী গ্রেফতার ও থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে গোয়াইনঘাট থানা পুলিশ। তাছাড়া গোয়াইনঘাট থানা এলাকায় সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে থানা পুলিশ।