গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
রুবেল আহমেদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২৩ সেপ্টেম্বর সোমবার গোয়াইনঘাট থানার বিছনাকান্দি ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম (৩৬), পিতা মনির উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় ভুয়া সমন্বয়ক তৌফিকুল ইসলাম তুহিন, পিতা- মৃত ধনু মিয়া, সাং বাগসীতারামপুর, ডাকঘর- চান্দেরচর, থানা- হোমনা, জেলা- কুমিল্লার একজন স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিনযাবৎ ধরে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের খলামাধব পীরের বাজারে মা-মনি স্টুডিওতে ব্যাবসা সহ বসবাস করিয়া আসিতেছে। অভিযোগে উল্লেখিত অপরাপর বিবাদীগণের সহায়তায় সে বিগত ০৬ জুন ২০২৩ ইং তারিখ হইতে ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত খলামাধব পীরের বাজারে নামমাত্র মামনি স্টুডিও নামে একটি সাইনবোর্ড লাগিয়ে ভারতীয় গরু, মহিশ, চিনি, পেয়াজ ব্যবসায়ীদের নিকট হইতে প্রতিনিয়ত গাড়ী প্রতি ১০০০/- থেকে ১,৫০০/- টাকা করে চাঁদা আদায় করিয়া আসিতেছে। গত ০৫ আগস্ট হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূয়া সমন্বয়ক সাজিয়া বালু, সিঙ্গেল প্রতি গাড়ী থেকে ২,০০০/- (দুই হাজার) টাকা চাঁদা আদায় করিয়া আসিতেছে। এছাড়াও গোয়াইনঘাট থানার পুলিশের নাম ব্যবহার করিয়া নিয়মিত চাঁদা আদায় করিয়া থাকে। উক্ত বিষয়ে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ শাহ হারুন অর রশিদ বলেন তৌফিকুল ইসলাম তুহিন সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।