গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে চাকুর কাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মী আহত, হাসপাতালে ভর্তি


ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট না পাওয়ার জেরে চাকুর কাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসান (২৬) আটক করেছে পুলিশ। মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রুমেল (৪০),পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫), পৌর যুব জামায়াতে বাইতুল মালের দায়িত্ব ফুল মিয়া (৩৫),পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আশিক সরকার, নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,চারমাথা মোড়ে পৌর যুব জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে ব্লাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের বাকবিতন্ডা হয়। পরে মারুফ ফোন করে তার বন্ধুসহ পক্ষের ছেলেদের নিয়ে ধারালো ছুরি হাতে ফুল মিয়াকে মারতে যায়। এ ঘটনা দেখে পাশেই থাকা বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে মারুফকে বাঁধা দেয়। এসময় মারুফ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথারী আঘাত করলে অন্তত ৬ জন আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ছুরিকাঘাতে আহতদের হাত, আঙ্গুল,বুক ও পেটসহ শরীরের বিভিন্ন অংশ কেটে জখম হলে ৮/১০টি করে সেলাই দেয়ার কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, দোকানে সিগারেট চেয়ে না পাওয়ার জেরে মারুফ হাসানের এলোপাথারী ছুরিকাঘাতে দোকান মালিক পৌর যুব জামায়াতের বাইতুল মালের দায়িত্বে ফুল মিয়াসহ বিএনপির ৫ জন আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেখান থেকে অভিযুক্ত শিবপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ হাসান কে আটক করা হয়। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম রাজু,সাবেক জামাতের আমীর নূরনবী প্রধান,
গোবিন্দগঞ্জ পৌর বিএনপি আহবায়ক রবিউল কবির মনু,সদস্য সচিব আবু জাফর লেলিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়া ছুরিকাঘাতে নেতাকর্মীদের আহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ও জাসাসের নেতাকর্মী। রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান নেতাকর্মীরা।