গুলিবিদ্ধ যুবলীগ নেতার শয্যাপাশে চৌধুরী রায়হান ফরিদ
খুলনা ব্যুরো প্রধান :
যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজের শয্যাপাশে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আহত যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজের বাসায় দেখতে যান এসময় তার শারিরিক ও চিকিৎসার খোজ খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন রায়হান ফরিদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শেখ রেজাউল করিম রেজা, মো. হাসানুজ্জামান, মারুফুজ্জামান ড্যানি, জাকিয়ার রহমান ওমান, মো. মনিরুল ইসলাম মনি, মো. আমিরুল ইসলাম বাবু, নাভিদ গজনবী, আমিনুল ইসলাম শাওন, শিকদার মো. রনি, জাহিদুল কবির, এস এম সাগর হোসেন, এহসানুল হক, মুজাহিদুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় রায়হান ফরিদ বলেন, খুলনার মানুষ শান্তিপ্রিয়। এই শান্ত খুলনাকে যারা অশান্ত করতে চাই তাদেরকে এখনই প্রতিহত করতে হবে। ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।