গাজীপুর শ্রীপুর স্বামীর হাতে খুন হয়েছেন তাহারা খাতুন নামে এক গৃহবধূ

মোঃ তারেক রহমান ফয়সাল, নিজস্ব প্রতিবেদক

রবিবার দিবাগত শ্রীপুর উপজেলা এনামুল হক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে! ঘটনার পর পরই পালিয়ে গেছে ঘাতক সামিউল

নিহত তাহারা খাতুন ১৮ পিতা আলতাফ মিয়া ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা বারবাড়ীয়া গ্রাম আলফাত মিয়ার মেয়ে

স্হায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে সামিউল ও তার তাহারা খাতুন সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল| রবিবার রাতে কলহের জেরে তাদের মাঝে ঝগড়া হয় ‌|
এঘটনা কেন্দ্র করে সামিউল তাহারা খাতুন কে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে | এর আগে বিভিন্ন সময় মারধর ও নিযাতন এবং হত্যা করার হুমকি দিত অভিযোগ পাওয়া গেছে |
ইংরেজি ৮-৯-২০২৪ শনিবার দিবাগত রাত অনুমান ৯-০০ ঘটিকায় সময় সামিউলের সাথে তাহারার ঝগড়া হয় | এবং তাহারা কে হত্যা করার হুমকি দেয় এবং পারিবারিক কলহের জেরে ধরে তাহারা খাতুন কে ঐ রাতে শ্বাসরোধ করে হত্যা করে তার পর থেকেই ঘাতক সামিউল পলাতক রয়েছে।

নিহত তাহারার বাবা আলতাফ মিয়া বলেন? আমার কলিজার মেয়েকে হত্যা করা হয়েছে আমি সামিউলের দৃষ্টান্তমূলক বিচার চাই!

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে!
নিহতের স্বজনের সঙ্গে কথা বলে সঙ্গে জানা গেয়েছে! এঘটনা ঘটিয়েছে সামিউল বতমান ঘাতক সামিউল পলাতক

You may have missed