গাজীপুর শ্রীপুর ভাংনাহাটি গ্রামে জোর পূর্বক ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ।

বিশেষ প্রতিনিধি
গাজীপুর শ্রীপুর ভাংনাহাটি গ্রামে জোর পূর্বক ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের স্বপন ও তার পরিবারের বিরুদ্ধে।
সরেজমিনে তদন্ত করে জানা যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা মো: মাঈনুদ্দীন শেখ (৪৫) একটি চালা জমি তার ফুফুর ওয়ারিশানদের থেকে ক্রয় করেন, ক্রয়কৃত সম্পত্তি ২০২৪ জুলাইয়ের আগ পর্যন্ত তার নিজ দখলেই ছিলো, এ জমি নিয়ে ভূয়া দলিল দাবী করে স্বপন গং তার বিরুদ্ধে আদালতে মামলা করে, এবং আদালত বেশ কয়েকটা শোনানির পরে মো: মাঈনুদ্দিনের কাগজ সত্য প্রমাণ করে এ মামলার বিবাদী মো: মাঈনুদ্দীনের পক্ষে রায় দেয়। এবং একি জায়গা নিয়ে একক মালিকানা দাবী করে মামলা করেন মো: মাঈনুদ্দীন শেখ, কিন্তু কিছু ভুলের কারণে মামলাটি ২০২৪ এর জুন মাসে খারিজ হয়ে যায়, এবং আওয়ামী সৈরাচার সরকার বিদায় হওয়ার পরে স্বপন গং সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় সে জায়গাটির দখল নেয়, জমিতে থাকা প্রায় লক্ষাধিক টাকার গাছ ও মালামাল নিয়ে যায় এবং মো: মাঈনুদ্দীন শেখকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, এমনকি কয়েকবার ভুক্তভোগীর উপর ধরালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে।
উক্ত পরিস্থিতিতে ভুক্তভোগী স্থানীয়ভাবে এর সুরাহা করতে চাইলে বিবাদীগণ তাতে উপস্থিত হয়নি এবং “তাদের কাছে জায়গার কাগজ তো দূরের কথা একটা কলা পাতাও নাই বলে প্রকাশ্যে ঘোষণা দেয়।” কোনো কাগজ নাই স্বীকার করে কোনো সালিসেও অংশ গ্রহণ করবে না বলে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাফ জানিয়ে দেয়।
ভুক্তভোগী মাঈনুদ্দীন শেখ এলাকার কারো সাহায্য না পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন, এবং উপজেলা নির্বাহী অফিসার ৪টা শুনানিতে বিবাদী গংদের তাদের দাবীকৃত জায়গার দলিল পেশ করতে বলে, এবং একমাস অন্তর ৪টা শুনানির পরেও বিবাদীগণ কোনো দলিল পেশ করতে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বাদী পক্ষের দলিল পত্রের উপর ভিত্তি করে বিবাদীগণদের জায়গা ছেড়ে দিতে বলেন।
এতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে এলাকায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অকথ্য ভাষায় গালাগাল করে ও সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীনভাবে বাদী মো: মাঈনুদ্দীন শেখকে আওয়ামীলীগের ওয়ার্ড কর্মী বলে দাবী করে।
এতে বাদী মো: মাঈনুদ্দীন শেখ তার ক্রয়কৃত সম্পত্তি দখলমুক্ত করতে দেশের প্রশাসন, বিশেষ ব্যক্তি ও জুলাই বিপ্লবীদের বিশেষ হস্তক্ষেপ কামনা করেন।
মো: আবু সালেহ
গাজীপুর জেলা প্রতিনিধি