গাজীপুর মেডিকেলে ছিনতাই, আটক ১, উদ্ধার ৪ মোবাইল

প্রতিবেদক: কাজল
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর
চিকিৎসাধীন এক শিশুর অভিভাবকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আল আমিন নামে এক যুবককে চারটি মোবাইলসহ আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে, ১৪ জুলাই ২০২৫, সকাল ৬টা ১০ মিনিটে।
একই পরিবারের কাছ থেকে চারটি মোবাইল ছিনিয়ে নিয়ে চার-পাঁচজন দুর্বৃত্ত পালানোর চেষ্টা করে। ওই সময় জরুরি গেটের দায়িত্বরত আনসার সদস্য মো. তৌহিদুল ইসলাম দ্রুত পিসি গোলাম মোস্তফাকে অবহিত করেন।
সংবাদ পেয়ে পিসি গোলাম মোস্তফা, আনসার সদস্য গোলাম মোস্তফা এবং আল কাফি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।
পালানোর সময় জরুরি গেটে তুষার নামে এক ছিনতাইকারীকে চারটি মোবাইলসহ আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়।
পরে যাচাই শেষে মোবাইলগুলো ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয় এবং আটক আসামিকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।