গাজীপুরে মামার হাতে ভাগ্নে খুন
মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগ্নে খুনের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দোখলা গ্রামের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত শাহরিয়ার (১৯) নেত্রকোনা জেলার আটপাড়া থানার চাইকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের লিচুবাগান এলাকার আব্দুল হাইয়ের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ড টেক্সটাইলে চাকরি করতেন। নিহতের মামা রনি (২০) একই এলাকার হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মামা রনি ও ভাগ্নে শাহরিয়ার ঘরে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শাহরিয়ার ঘর থেকে বাইরে আসে। পরে রনি বাইরে এসে আবার শাহরিয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মামা ভাগ্নেকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনেরা শাহরিয়ারকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে মামার হাতে ভাগ্নের হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে মামা পলাতক রয়েছেন। এ বিষয়ে নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই যুবককে মৃত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকে ক্ষত চিহ্ন ছিল। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।