গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলা : ফুঁসে ওঠছে মুসলমান

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- গোটা মুসলমান জাতির প্রাণের স্পন্দন গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলায় শিশুসহ অসংখ্য মুসলমানদের করুণ মৃত্যুতে ফুঁসে ওঠেছে বাংলাদেশ। উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গ্রামে প্রতিদিন বিক্ষোভ মিছিল করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। জানা গেছে, গাজায় ইসরাইলী হামলা চলাকালে ঈমাম মেহেদীর আবির্ভাবের পর গাজা থেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে বিশ্ব শাসন করবেন। তার আবির্ভাবের ৭০টি নমুনার মধ্যে ৬৫টি নমুনা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিশ্বের মুসলমান দেশের রাষ্ট্র প্রধানগণ গাজা রক্ষার্থে এগিয়ে না এলেও ঈমাম মেহেদীর প্রতীক্ষায় প্রহর গুনছে বিশ্বের সকল মুসলমান। ঈমানী চেতনায় গর্জে ওঠেছে তারা। বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে ইসরাইলকে প্রতিবাদ, নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। পাশাপাশি গাজা রক্ষায় যুদ্ধে যাওয়ার আশা প্রকাশ করেছে। অন্যান্য জেলা / উপজেলায় ন্যায় আজ মুন্সীগঞ্জের লৌহজংয়ে যোহর নামাজ শেষে মুসল্লীদের উদ্যোগে জনতার মোড়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুসল্লীরা যুদ্ধের চুক্তি অমান্য করে গাজায় হামলা করায় বিক্ষোভ করে ও অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি সকল মুসলমান রাষ্ট্র প্রধানকে ভেদাভেদ ভুলে মুসলমান – ইসলাম রক্ষার্থে এক প্লাটফর্মে আসার আহ্বান জানান। মিছিল সমাপ্তির পর সকলে শান্তিপূর্ণভাবে যার যার বাড়ি ফিরে যান।