গাছা থানা এবি যুব পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত। মোঃ তোফাজ্জল মল্লিকে যুগ্ম সদস্য সচিব করায় ফুলেল শুভেচছা।
নিজস্ব প্রতিবেদক তারেক রহমান (ফয়সাল)
(আমার বাংলা) এবি যুব পার্টি গাজীপুর গাছা থানা কার্যালয় আহবায়ক সোহেল মিয়া সভাপতিতে আজ ১১-১০-২০২৪ তারিখ সন্ধ্যা ৭.০০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সদস্য সচিব মোঃ নাসির হাওলাদার
ডা:কাজী সোহেল রানা
প্রকাশক ও সম্পাদক বিবিসি নিউজ ২৪
সাংবাদিক তারেক রহমান (ফয়সাল)।,
এবি যুবপার্টি আহ্বায়ক কেন্দুয়া উপজেলা,নেএকোনা জেলা কেন্দ্রীয় কমিটি। বিশেষ প্রতিনিধি বি বি সি নিউজ২৪ সাংবাদিক মোহাম্মদ আমিরুল ইসলাম,
যুগ্ন আহবায়ক মোঃ রাশেদ সরদার যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ তোফাজ্জল মল্লিক সাবেক কাউন্সিল পদ প্রার্থী মোঃ ফারুক হোসেন মৃধা গাছা থানা সদস্য আবুল কালাম ফারুক গাছা থানার সদস্য মোঃ রবিউল সরদার গাছা থানার সদস্য শফিকুল ইসলাম গাছা থানার সদস্য মোঃ আল আমিন গাছা থানার সদস্য মোঃ আকাশ চৌধুরী গাছা থানা সদস্য মোঃ মোজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ
এসময় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশে গড়তে,
সাম্য,ঐক্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করতে এবি পার্টি তে দলে দলে যোগদান করার আহ্বান জানান এবি পার্টির নেতৃবৃন্দ।