গাছবাড়ি মর্ডান একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত — শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ অভিভাবক- শিক্ষক


রাব্বি হাসনাত ইমন কানাইঘাট উপজেলা প্রতিনিধি

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ি মর্ডান একাডেমি-তে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক গুরুত্ববহ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনেক শিক্ষার্থী এখান থেকে মাধ্যমিক পাশ করে বিভিন্ন উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে গমন করেছে এবং দেশ-বিদেশে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার পরিবেশ আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেয়া হচ্ছে, যার অংশ হিসেবেই এ অভিভাবক সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানি।
প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি বদরুল ইসলাম, ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, গাছবাড়ি উত্তর বাজারের সভাপতি শালিক, দক্ষিণ বাজারের সভাপতি বসর উদ্দিন এবং অত্র একাডেমির সকল শিক্ষকবৃন্দ।

বর্তমান সভাপতি গোলাম রব্বানি বলেন:
“এই প্রতিষ্ঠানটি একসময় এলাকায় শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত ছিল। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। অভিভাবকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।”

প্রধান শিক্ষক শফিকুর রহমান বলেন:
“শিক্ষার গুণগত মান উন্নয়নে শুধু পাঠদান নয়, অভিভাবকদের সচেতনতা, ছাত্রদের আচরণ ও সময় ব্যবস্থাপনাও জরুরি। আমাদের শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তবে সফলতা আনতে হলে ঘরে বাইরে উভয় জায়গায় মনোযোগ দিতে হবে।”

সাবেক সভাপতি বদরুল ইসলাম বলেন:
“আমি গর্ববোধ করি যে এই প্রতিষ্ঠান একসময় শতভাগ পাশের হার অর্জন করেছে। সেই ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে।”

সমাবেশে আলোচ্য বিষয়সমূহের মধ্যে ছিল:

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের সক্রিয় ভূমিকা

শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা

শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখা

পড়াশোনার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব দেওয়া

সমাবেশে অভিভাবকরা তাঁদের মতামত তুলে ধরেন এবং সন্তানের পড়াশোনা ও চরিত্র গঠনে স্কুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে সভাপতির বক্তব্যে ঘোষণা দেওয়া হয় যে,
“শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে এই ধরনের সচেতনতা সভা নিয়মিতভাবে আয়োজন করা হবে। আমরা সকলে মিলে গাছবাড়ি মর্ডান একাডেমিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করবো।”