গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিকশাচালক নিহত

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
শনিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কুপতলা রেলওয়ে স্টেশনের পাশে ৭৫ নং রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাজু মিয়া ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা এলাকার মফিজল হকের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ৭৫ নং রেলগেট এলাকায় পৌঁছালে রেলগেটের পাশের দোকান থেকে সিঙ্গারা কিনে অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় রাজু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।