গাংচিল পরবহনের দাপট শেষ :মোবাই কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- “বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
একবার ফাঁদে পড়ে দিতে হবে জান।”
বাংলা ছায়াছবির এই গানটি প্রতিফলন ঘটল নির্লজ্জ গাংচিল পরিবহনের ওপর। বেপরোয়া গাংচিল পরিবহনের বাস চলাচল, রাস্তার মাঝখানে পার্কিং করে যাত্রী ওঠানো নামানোতে যানজটের সৃষ্টি করা ঘোলতলী স্ট‍্যান্ড সংলগ্ন রাস্তা দখল করে মাসের পর মাস বাস রেখে যানজটের সৃষ্টি করাই ছিল এই পরিবহনের কাজ। এতে অহরহ দূর্ঘটনা ঘটতো। বিগত সরকারের আমলে বিভিন্ন পত্রিকায় নিউজ করার পরও ওদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হয়নি। তাতে ওদের দাপট ছিল আগের মতোই। লৌহজং উপজেলা প্রশাসন একাধিকবার সতর্ক করার পরেও কর্ণপাত করেনি গাংচিল পরিবহনের কর্তৃপক্ষ। অবৈধভাবে রাস্তার উপর বাস পার্কিং করার দায়ে আজ ১৮ মে রবিবার ঘোলতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় নিম্নোক্তদের আটক করে জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১। মো: মাসুদ রানা, পিতা-রাজ্জাক বেপারী,সাং- খেতেরপাড়া,লৌহজং।
১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।
২। মো শাকিল,পিতা-মো আবু তাদের মোল্লা,সাং- সুন্দিসার,লৌহজং।
১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।
৩। মো সাদ্দাম,পিতা- মৃত তাহাজদ্দিন শেখ,সাং- মশদগাও,লৌহজং।
১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।
৪। মো হানিফ ঢালী,পিতা- আয়নাল হক ঢালী,সাং- গাওদিয়া,লৌহজং।
১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।
৫। মো: আউয়াল শেখ,পিতা- হযরত আলী শেখ, সাং- রোজদি,শ্রীনগর।
১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ডের নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জনাব আব্দুল্লাহ আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ।