খুলনার ৬টি আসনেই নৌকার জয়
কাজী সোহেল রানা
খুলনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ননী গোপাল ম-ল ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন মাত্র ৫ হাজার ২৬২ ভোট।
রবিবার রাতে খন্দকার ইয়াসিন আরেফিন এ ফলাফল ঘোষণা করেন।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা প্রতীক) ৯৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. গাউসুল আজম পেয়েছেন মাত্র ৩ হাজার ৮৪১ ভোট।
খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) এস এম কামাল হোসেন ৯০৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট।
খুলনার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
খুলনা-৫ আসনের ১৩৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ৯৩ হাজার ৭৭ ভোট।
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মো. রশিদুজ্জামান ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।