খুলনার ১৫ বছরের কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

খুলনার ১৫ বছরের কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

খুলনার ১৫ বছরের কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
খুলনা অফিস
খুলনায় পুলিশ মারুফ খাঁ নামে ১৫ বছরের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মারুফ খাঁ ফুলতলা উপজেলার ডাউকোনা গ্রামের মো. আব্দুর রহমান খাঁর ছেলে। সে পেশায় ভ্যান চালক।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মারুফ। রাতে আর সে বাড়ি ফিরে আসেনি। রবিবার সকাল ৯টার দিকে পিপলাইল গ্রামের আব্দুল লতিফ বিশ্বাস পিপরাইলের বিলের জমি ও ঘের দেখতে যান। এ সময় তিনি একটি গলাকাটা লাশ দেখে স্থানীয় লোকজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, নিহত মারুফের গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে। এ হত্যাকাÐের সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিতসহ গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।