খুলনার সুন্দরবন ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা
খুলনার সুন্দরবন ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অনুমোদনবিহীন একটি ক্লিনিকে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে নগরীর লবণচরা থানার জিরোপয়েন্ট এলাকার সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানির কমান্ডার লে. কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরা থানার জিরোপয়েন্ট এলাকার সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিকের মালিক তুষার কান্তি ম-লকে (৪২) চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক ১ লাখ টাকা অর্থদ- এবং সাময়িক সময়ের জন্য ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#