খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক অরুণ সাহা মারা গেছেন

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের বার্তার সম্পাদক সাংবাদিক অরুণ কুমার সাহা (৬২) মারা গেছেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নগরীর একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

অরুণ সাহার পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান সাংবাদিক অরুণ সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।