খুলনায় ৮ হত্যাসহ ২৬ মামলার আসামি ট্যারা মোস্ত ফের গ্রেফতার

ট্যারা মোস্ত ফের গ্রেফতার

ট্যারা মোস্ত ফের গ্রেফতার

খুলনায় ৮ হত্যাসহ ২৬ মামলার আসামি 

ট্যারা মোস্ত ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনায় ৮টি হত্যাসহ ২৬টি মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে ফের গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর লবণচরা থানা পুলিশ বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সে নগরীর বান্দা বাজার এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।

বুধবার দুপুরে কেএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লবণচরা থানার একটি টিম বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ৮টি হত্যা, ৪টি চাঁদাবাজি, একটি জালিয়াতি, একটি অস্ত্র আইনে মামলা ছাড়াও বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ ২৬ টি মামলা রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার খালিশপুর থানাধীন যশোর রোড সংলগ্ন ছায়রা ফিলিং স্টেশনের পিছনে রাজা বিশ্বাসের বাড়ি থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী কায়েস শিকদারকে গ্রেফতার করা হয়।

এ সময় কায়েস শিকদারের ঘরের স্টিলের আলমারির ড্রয়ারের মধ্যে থেকে ১ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪ টি চাপাতি, ৩ টি চাইনিজ কুড়াল, ১ টি দা, এবং ২ টি ছোড়াসহ গ্রেফতার করে।

কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজ খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা অবমাননা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পলাতক আসামীদের গ্রেফতার করার পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।