খুলনায় ২টি চোরাই মটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
খুলনা ব্যুরো
খুলনায় ২টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর হরিণটানা থানার আরাফাত আবাসিক প্রকল্প এলাকা থেকে হরিণটানা থানা পুলিশ মটরসাইকেলসহ ৩জনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ বাবু বন্দে (২৪), মোঃ প্রিন্স শেখ (২২) ও মোঃ মাসুদ রানা (৩০)।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ হরিণটানা থানার আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মনিরুজ্জামানের দোতলা বাড়ির নিচতলার বন্ধ দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোটর সাইকেলসহ অবস্থান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ বাবু বন্দে, মোঃ প্রিন্স শেখ ও মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে। এ সময় একটি এ্যাশ কালারের একটি মোটর সাইকেল উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা উল্লেখিত চোরাই মোটর সাইকেলটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে মোঃ বাবু বন্দে ও মোঃ প্রিন্স শেখ আরো স্বীকার করে, তাদের পরিচিত অপর আসামি মোঃ মাসুদ রানা তাদের চক্রের সদস্য এবং তার নিকট আরও একটি সাইকেল আছে।
স্বীকারোক্তি অনুযায়ী এসআই আব্দুল্যা আল মামুন অভিযান চালিয়ে মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে। মাসুদ রানা জিজ্ঞাসাবাদে স্বীকার করে, ইতিপূর্বে তারা আরো একটি চোরাই মোটর সাইকেল ক্রয় করে পলাতক আসামি মোঃ আল আমিন মোল্লার কাছে কম দামে বিক্রি করেছে। সে মতে আল আমিন মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে তার টিনশেড বসত ঘরের সামনের বারান্দা হতে একটি নীল কালো কালারের মোটর সাইকেল উদ্ধার করে। ধৃত আসামীরাসহ তাদের পরিবারের লোকজন উক্ত মোটর সাইকেল দুইটির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় হরিণটানা থানার মামলা দায়ের করা হয়েছে।
ধৃত আসামীরা অভ্যাসগত ভাবে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের একটি সক্রিয় সংঘবদ্ধ চক্র বলেও জানান ওসি।