খুলনায় শেখ সোহেলের বিরুদ্ধে ৬০ লাখ টাকার চাঁদাবাজির মামলা


বি‌শেষ প্রতি‌বেদক :

খুলনায় শেখ সোহেলের বিরুদ্ধে ৬০ লাখ টাকার চাঁদাবাজির মামলা
খুলনা ব্যুরো: সা‌বেক প্রধানমন্ত্রীর চাচা‌তো ভাই ও বি‌সি‌বির প‌রিচালক শেখ সো‌হে‌লের বিরু‌দ্ধে ৬০ লাখ টাকা চাঁদা নেয়ার অ‌ভি‌যোগে মামলা ক‌রে‌ছেন শেখ শ‌হিদুল ইসলাম না‌মে এক ঠিকাদার।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকা‌লে খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলী আদাল‌তে এ মামলা দায়ের ক‌রেন তিনি।

এ মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অ‌ধিদফতরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আ‌নিসুজ্জামান‌কেও আসামী করা হ‌য়ে‌ছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ এপ্রিল শেখ সো‌হে‌লের নি‌র্দেশে কিছু সন্ত্রাসী বা‌দির বু‌কে পিস্তল ঠে‌কি‌য়ে ৬০ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রে। ঠিকাদার শ‌হিদুল ভ‌য়ে তাদেরকে ব‌্যাংক থে‌কে টাকা তু‌লে ৪০ লক্ষ টাকা প‌রি‌শোধ ক‌রেন, বাকি ২০ লক্ষ টাকা নির্বাহী প্রকৌশলী দি‌য়ে‌ছেন