খুলনায় যাত্রীবাহি বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : নিহত ২, আহত-২৫
খুলনায় যাত্রীবাহি বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : নিহত ২, আহত-২৫
খুলনা ব্যুরো
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন যাত্রী। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা নামক স্থানের ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সন্নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফাঁয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-৩৯-৩৬৬৯) সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি বাস (খুলনা মেট্রো জ- ০৪-০০৯৯) খুলনা অভিমুখে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে দ্রুতগতির বাস প্রাইভেটকারকে সাজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার উপর পড়ে। এসময় বাস ও প্রাইভেটকারের যাত্রীরা আঘাত পেয়ে ঘটনাস্থলে ২জন যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন- মাদারিপুর এলাকার হুমায়ুনের স্ত্রী বেবি বেগম (৫৩) ও অজ্ঞাত নামা (৫৫) বছর বয়সী পুরুষ।
আহতরা হলেন-কলারোয়া পারভীন সুলতানা (৪৫) তেলিগাতির সাইদুল গাজীর ছেলে আহাদ গাজী (১২), খুলনা নগরীর মাহমুদ হাসানের ছেলে -শাহেদ হাসান (৪০), চুকনগরের লুৎফর গাজীর সবুজ গাজী (২৩), নতুন রাস্তার তুহিন আলমগীর (১৬), তালা উপজেলার তেরছির আজিজ মোড়লের স্ত্রী রাবেয়া বেগম (৫০) ও ইকবাল মোড়লের স্ত্রী হিরা খাতুন (৩০), রামপালের সবুজ দাস (৩৫), জেসিমা কবির (৩০), খালিশপুরের কালাম শরিফের ছেলে বাবুল শরিফ (৫০), সাতক্ষীরার উম্মে সালমা (২৩), আনোয়ারা বেগম (৪০), পাটকেলঘাটার আমেনা বেগম (৫০), যশোরের নুর ইসলাম (৫২),সাতক্ষীরার আব্দুল গাজীর স্ত্রী (৫০), সোনাডাঙ্গার জাহাঙ্গীর হোসেন (৫৫),সাতক্ষীরা সদরের মাজেদ সরদারের ছেলে বেলাল সরদার (২৮), তেরখাদার মোস্তফা শেখ (৫৫), সাতক্ষীরার আয়ুব আলি (৪২) সহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই সময় চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় চার ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হলেও সড়কের দুদিকে লম্বা লাইন পড়ে যায়।
এ বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ শওকাত হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ফাঁয়ারসার্ভিস ও পুলিশ যৌথ ভাবে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।