খুলনায় বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও প্রতিবন্ধকতা বিষয়ক মতবিনিময়
খুলনায় বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও প্রতিবন্ধকতা বিষয়ক মতবিনিময়
খুলনা ব্যুরো
অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে, মালয়েশিয়া, কানাডা, জাপান, ডেনমার্ক ও নরওয়েসহ বিশ্বের ৩ শতাধিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, সহজীকরণ এবং প্রতিবন্ধকতা বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার (৭ অক্টোবর) খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। কনসালটেশন প্রতিষ্ঠান এডুবেইস এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী,
ও প্রকৌশলীসহ খুলনা মহানগরীর বিভিন্ন স্তরের অভিভাবক প্রতিনিধি ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আয়োজক কনসাল্টেশন প্রতিষ্ঠান এডুবেইস এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মামুন বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার সুবিধা ও প্রতিবন্ধকতা বিষয়ক নানা দিক বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এশিয়ার বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া, ইউকে ও আমেরিকাসহ বিভিন্ন দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যাওয়ার হার অনেক বেশি। সে তুলনায় বাংলাদেশের সংখ্যা খুবই কম। এছাড়া শিক্ষার্থীরা সঠিক তথ্য না পেয়ে বা প্রলোভনে পড়ে প্রতারিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জায়গা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্বস্ত ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এডুবেইস। শুধু ঢাকা এবং খুলনা নয় এডুবেইস কাজ করছে পাকিস্তান, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া অফিসের মাধ্যমেও গত পাঁচ বছরে এডুবেইস এর মাধ্যমে সহস্রাধিক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, স্কলারশিপ এবং চাকরি করছে।
তিনি বলেন, বাংলাদেশের কোন শিক্ষার্থী যেন বিদেশে উচ্চশিক্ষায় গিয়ে প্রতারণার শিকার না হয় এবং কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীর জন্য সুবিধা হবে- এসব বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি পরিষ্কার ধারণা এবং গাইডলাইন আমরা প্রদান করে থাকি। তিনি দীর্ঘ ২০ বছর অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতার আলোকে এডুবেইস পরিচালনা করছেন বলেও জানান সিইও আব্দুল মামুন।
অনুষ্ঠান পরিচালনা করেন এডুবেইস খুলনার পরিচালক জাহিদ হাবিব। অংশগ্রহণ করেন প্রফেসর দীনবন্ধু দেবনাথ, ব্যবসায়ী এস এম আবুল হাসান ফারুক, ডাক্তার শরিফুল আলম, আরিফুল ইসলাম, শিক্ষক এসএম মুহিবুল্লাহ, বিএম ফয়সাল হক, প্রকৌশলী রফিকুল আলম, ব্যবসায়ী গাজী ওয়াহিদুজ্জামান, আখতার হোসেন, আসিফ ইকবাল, এস এম নাজমুল হক, জি এম ইউসুফ আলী ও শিক্ষক মলয় দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এডুবেইস ঢাকা অফিসের ম্যানেজার (অপারেশনস) সায়েদ আরিয়ান ইসলাম নব প্রমুখ।
#