খুলনায় ডেঙ্গুর বিস্তার বাড়ছে, খুমেকে মৃত্যু আরও ১ জনের 

mosquito

খুলনায় ডেঙ্গুর বিস্তার বাড়ছে, খুমেকে মৃত্যু আরও ১ জনের

খুলনায় ডেঙ্গুর বিস্তার বাড়ছে, খুমেকে মৃত্যু আরও ১ জনের 

খুলনা ব্যুরো

খুলনায় ডেঙ্গুর বিস্তার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ২১ জন রোগী ভর্তি হয়েছে। 

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালে দীপক (৩৭) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত দীপক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজারিয়া গ্রামের দীনবন্ধুর ছেলে। শনিবার তাকে খুমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো ২১জন রোগী ভর্তি হয়েছে। 

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছে। এ নিয়ে মোট পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।