খুলনায় আগুনে রাতে চার ব্যবসা প্রতিষ্ঠান আর দিনে পুড়লো কার্বণ কারখানা 

নিজস্ব প্রতিবেদক খুলনা
খুলনায় আলাদা দু’টি অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি কার্বণ কারখানা পুড়ে গেছে। এর মধ্যে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মহানগরীর ফেরিঘাট মোড় এলাকায়  আগুন লেগে চারটি দোকান পুড়ে যায়। আর রোববার সকালে খুলনার রূপসায় আগুনে একটি কার্বণ কারখানা পুড়ে যায়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহানগরীর ফেরিঘাট মোড় এলাকায় নিউ নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও সাতটি ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুর স্টেশন থেকে দমকল বাহিনীর ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যেখানে উপস্থিত ছিলেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

অপরদিকে, রোববার সকাল ৯টার দিকে খুলনার রূপসা উপজেলার তিলক নামক স্থানে অবস্থিত মীনকো নামে একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা কার্বন ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কারখানায় থাকা পাটখড়ি পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, সকাল ৯ টা ২০ মিনিটে রূপসার কুদির বটতলার তিলক নামক স্থানে অবস্থিত পাটখড়ি পুড়িয়ে কার্বন বানানোর একটি কারখানায় আগুন লাগে। এসময় একটি পাটখড়ি বোঝাই ট্রাকে আগুন লাগে। এছাড়া কারখানার সামনের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কার্বন তৈরির জন্য মজুদ রাখা পাটখড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের রূপসা, টুটপাড়াসহ খুলনার ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, মীনকো কার্বন তৈরির ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৫টি ইউনিটের ১০টি পানির লাইনে কাজ করা হয়েছে। তবে এখনও নির্বাপনের কাজ চলছে। আগুনে ফ্যাক্টরির ৮ বিঘা জমিতে থাকা পাটখড়ি ও বস্তায় মজুদ ক্যামিকেল পুড়ে গেছে।
তিনি বলেন, ফ্যাক্টরিটিতে পাটখড়ি শুকিয়ে বিভিন্ন পদ্ধতিতে কার্বন তৈরি করা হয়।  কেমিক্যাল রয়েছে এখানে। এগুলো চীনে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের এই সিনিয়র কর্মকর্তা বলেন, বস্তায় মজুদ কেমিক্যালে পানি ছেটানোর সময় অনেক উচু পর্যন্ত আগুন উঠছিল। এটা খুব ভয়াবহ। 

You may have missed