খুলনায় আগুনে পুড়লো পাট গোডাউন
খুলনা ব্যুরো
খুলনার আড়ংঘাটা পাটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আড়ংঘাটা সড়কের পাশে পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক (খুলনা) তানহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন এখনও পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে একে একে ৭টি ইউনিট কাজ শুরু করে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের ৭টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন নির্বাপনের কাজ চলছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তানহারুল ইসলাম।