খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে খুলনায় বিএনপির অনশন
প্রেরণের দাবিতে খুলনায় বিএনপির অনশন
খুলনা ব্যুরো
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে খুলনায় অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার জীবন চরম সঙ্কটাপন্ন অবস্থায়। কিন্তু ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৮ বছর। প্রবীণ বয়সেও তিনি ফরমায়েশি রায়ে বন্দি জীবন কাটাচ্ছেন। দীর্ঘ চার বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
অনশন চলাকালে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়-তাহলে এই সরকারকেই তার দায় বহন করতে হবে।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে গণঅনশনে অংশ বক্তব্য রাখেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, এস এ রহমান বাবুল, অ্যাডভোবেট নরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর প্রমুখ। অনশন কর্মসূচি পরিচালনা করন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। অনশন কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
#