নেত্রকোনায় বাবার হাতে ছেলে খুন
স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আল খান
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে ।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জানা যায় স্থানীয় সূত্রে ।
নিহত যুবকের নাম সুমন (৩৩) তার বাবার নাম আবু সাঈদ মোড়ল (৭০) । জানা যায়, নিহত সুমন ভবঘুরে স্বভাবের ছিলো । প্রায়সময় নেশা দ্রব্য সেবন করে রাতে বাড়ি ফিরতো । গতকাল সকালে বাবার কাছে টাকা দাবি করলে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাবা বাঁশ বা গাছের চেলি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে । আহত সুমনকে পরিবারের লোকজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার্ড করেন, ঢাকা নেয়ার পথে দিবাগত রাত অনুমান সাড়ে তিনটা দিকে মৃত্যুবরণ করেন সুমন ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মিলন মিয়া মুঠোফোনে বলেন, সুমন নেশাগ্রস্ত ছিলো । সে ব্যক্তিগত জীবনে ছিলো বিবাহিত ও দুই মেয়ে বাবা।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনা গতকাল সকালে হলেও পুলিশকে জানানো হয় অনেক পরে, শুনেছি বাবার কাছে টাকা দাবি করলে বাক-বিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে । লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।