কোটচাঁদপুরে যুবদলের উদ্যোগে বর্ষবরণ পালন।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান ২ ঃ
বাংলা নববর্ষের শুভেচ্ছা,গাহি ভালবাসার জয় গান, মূলে সকল মানুষ জাতি, সকলে আদম সন্তান।
এসো হে নবীন, বাজুক অমৃত বাঁশি,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসি।
শুভ নববর্ষ, আজি হৃদয়ে জাগে আহ্বান,
অধিকার হোক অক্ষুণ্ণ, থাকুক সবার মান।
নব প্রভাতের আলোয় ঝলমল ধরা,
ঘুচে যাক ভেদবুদ্ধি, হোক বন্ধন গড়া।
মানুষের মর্যাদা উঠুক জেগে আজি,
সবারই সম্মান রবে, হোক সবাই রাজি।
পথ একটাই, মোরা যাত্রী সবাই,
সবার জীবন হোক ধন্য আলোকের ছোঁয়াই।
অন্যায় অবিচার হোক দূরীভূত,
ন্যায়নীতি হোক বলবৎ, এটাই হোক শপথ ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ভাই ভাই,
এক মায়ের সন্তান, ভেদাভেদ নাহি চাই।
প্রীতির বন্ধনে বাঁধি সারা দেশ,
হোক সম্প্রীতি অক্ষত, দূর হোক হিংসা- বিদ্বেষ।
ক্ষুদ্র নৃগোষ্ঠীরও থাকুক অধিকার,
সংস্কৃতি ঐতিহ্য হোক অমলিন আর।
বৈচিত্র্যের মাঝে যেন ঐক্য রয়,
হোক ঐতিহ্য অম্লান, সারা বিশ্বময়।
নারী পুরুষ নির্বিশেষে মর্যাদা পাক,
অধিকার আদায়ে সবে নির্ভীক থাক।
ভেঙে যাক শৃঙ্খল, ঘুচে যাক ভয়,
হোক নারী মুক্তি ধ্রুব, এই কামনা রয়।
শ্রমজীবী মানুষেরা বাঁচুক স্বমহিমায়,
তাদের কষ্টের যেন ন্যায্য দাম পায়।
দারিদ্রের অভিশাপ হোক দূরীভূত,
গাহি জীবনের জয় গান, হয়ে একীভূত।
প্রতিবন্ধী ভাই বোন ফেলুক নির্ভরতার শ্বাস,
সহানুভূতির পরশে জুড়াক দীর্ঘশ্বাস।
সমান সুযোগ পাক জীবনে চলার,
হোক তাদেরও উত্থান, হোক প্রতিজ্ঞা সবার ।
শিশুদের ভবিষ্যৎ হোক আলোকময়,
শিক্ষা আর ভালোবাসায় জীবন হোক জয়।
নিরাপদ হোক তাদের পথ চলা,
হোক সুন্দর শৈশব, এটাই হোক বলা।
প্রবীণরা যেন পায় সম্মান ও আশ্রয়,
তাদের অভিজ্ঞতা দিক পথের পরিচয়।
শ্রদ্ধা আর যত্নে কাটুক জীবন,
হোক শান্তির নিবাস, এই আকুল নিবেদন।
নব বর্ষে এই হোক আমাদের পণ,
সকলের অধিকারে রবে অটুট মন।
গড়ি এক সুন্দর সাম্যের সমাজ,
হোক সম-অধিকার সুমহান, বিশ্বময় আজ।
এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে,কোটচাঁদপুর উপজেলা যুবদল ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বিভিন্ন কর্মসূচি পালন করেন।কর্মসূচির মধ্যে আনন্দ র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য ইকরামুল হক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশারাফুজ্জামান খান মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি কুশনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া,সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান বিশ্বাস যুবদলের গাফফার আলী, আবদুল খালেক আব্বাস আলী শরিফ সোহান,ছাত্রদলের হাবিব হাসান প্রমূখ।এসময় বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।