কোটচাঁদপুরে ওয়াদা ফাউন্ডেশনের ঘর পেলেন গৃহহীন লিয়াকত।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড তালসার গ্রামের লিয়াকত আলী পেলেন। ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘর।
কোটচাঁদপুর উপজেলাধীন সামাজিক সংগঠন ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কর্তৃক গৃহহীন পরিবারের গৃহ দান সুপেয় নিরাপদ পানির জন্য অস্বচ্ছল পরিবারের জন্য টিউবওয়েল প্রদান। মসজিদের অবকাঠামো নির্মাণকাজের সামগ্রী প্রদান। এতিম খানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের পূনর্বাসনে খাদ্য, পোশাক, বিভিন্ন উপকরণ প্রদান।এলাকায় বিধবা দূস্হ্য পরিবারের বিভিন্ন সহায়তা প্রদান।কৃষকদের কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের মাঠে টিউবওয়েল প্রদান। এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে সুপরিচিত নাম ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন। গৃহহীন পরিবারের দেওয়া ঘর পেয়ে তালসার গ্রামের লিয়াকত আলী বলেন। আমার অনেক আত্মীয় স্বজনরা ধনী কিন্তু আমার কোন ঘর নেই। সেটা তাদের দৃষ্টি গোচরে না আসলেও এসেছে ওয়াদা ফাউন্ডেশনের। ৩ কন্যা সন্তান নিয়ে গাছ তলায় ঝুপড়ি ঘরে বসবাস করতাম। শুনেছি এলাকায় মসজিদ মাদ্রাসা এতিম খানা দুস্হ্য পরিবারের টিউবওয়েল, ঘর, সহ বিভিন্ন উপকরণ প্রদান করছেন। আমি আমার পরিবার সহ ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশনের হাজী মোঃ মিজানুর রহমান এর নিকট কষ্টের কথা জানালে তিনি এক মাসের মধ্যে ঘর তৈরীর জন্য ইট বালি সিমেন্ট আমার বাড়ি পাঠিয়ে দেন।দেখতে পাচ্ছেন ঘরের কাজ চলছে । যেখানে সরকারি ভাবে কোন সহযোগিতা পায়নি সেটা ওয়াদা ফাউন্ডেশন করেছে। ওয়াদা ফাউন্ডেশনের জন্য দোয়া করি। দেশ বিদেশের সকলে ওয়াদা ফাউন্ডেশনের মাধ্যমে গরীব মানুষের সহায়তা করতে এগিয়ে আসলে এলাকা ছাড়িয়ে এলাকার বাহিরের মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ।